অশান্ত বিশ্বে স্থিতিশীল শক্তি হবে চীন: ওয়াং ই
2024-02-22 21:09:33

ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: বর্তমান অশান্ত বিশ্বে স্থিতিশীল শক্তি হবে চীন। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্কের বিকাশেও কাজ করবে দেশটি। বুধবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মিউনিখ সম্মেলন প্রসঙ্গে ওয়াং ই বলেন, আলোচনা ও পরামর্শের মাধ্যমে বড় সমস্যাগুলোর ব্যাপারে চীন যত্নশীল হবে এবং সংহতি ও সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক শাসনকে শক্তিশালী করবে। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সম্মেলনের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে একটি অকপট ও গঠনমূলক বৈঠক হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের উন্নয়নকে যৌক্তিকভাবে দেখা এবং সান ফ্রান্সিসকো বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের উপনীত ঐকমত্য বাস্তবায়ন করা।

ওয়াং বলেন, ইউক্রেনে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করবে চীন এবং একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ইউরোপীয় নিরাপত্তা কাঠামো নির্মাণে সহায়তা করতেও চীন ইচ্ছুক। পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বে দ্রুত অস্ত্রবিরতির আহ্বানও জানান ওয়াং। 

চীন-ইউরোপ সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গে ওয়াং ই বলেন, ইউরোপে এখন চীনের প্রতি কণ্ঠস্বর বেড়েছে। তিনি বলেন, বাণিজ্য, শক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি এসব খাতে ইউরোপ চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নে ইতিবাচক মনোভাব বজায় রেখেছে। 

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন।