সমুদ্র সম্পদ অনুসন্ধানে জোর দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2024-02-22 21:28:32

ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা: বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সমুদ্র সম্পদ অনুসন্ধানে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেরিটোরিয়াল ওয়াটারস অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট, ১৯৭৪’-প্রণয়নের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ব্লু ইকোনমি বাস্তবায়নে তার সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, যে বিশাল সমুদ্রসীমা বাংলাদেশ অর্জন করেছে সেটা ব্যবহার করে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে চায় তার সরকার।

আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায়, তাদেরকে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ফোর্সেস গোল ২০৩০-এর বাস্তবায়ন শুরু হয়েছে। এ সময় সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  বক্তব্য রাখেন নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান।

ফয়সল/শান্তা