ইয়ুননানের সঙ্গে বাণিজ্য বাড়ছে এশিয়ার
2024-02-21 19:55:22

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইয়ুননান প্রদেশের সঙ্গে গত ৯ বছরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাণিজ্য দ্রুত বেড়েছে।

ইয়ুননানকে চীনের উন্মুক্তকরণ নীতির মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ২০১৫ সালে একটি জাতীয় কৌশল নেওয়া হয়। তাতেই উদ্দীপিত হয়ে ইয়ুননানের সঙ্গে এশিয়ার ওই দেশগুলোর আমদানি-রপ্তানি ২০২৩ সালে দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৭৮ বিলিয়ন ইউয়ানে (প্রায় এক হাজার ৭৪৯ কোটি ডলার)। ২০১৫ সালের চেয়ে যা প্রায় ৪২ শতাংশ বেশি। ওই বছর এ বাণিজ্যের পরিমাণ ছিল ৮৮ দশমিক ৬৬ বিলিয়ন ইউয়ান।

এই ৯ বছরে বাণিজ্যের পরিমাণ বছরে বেড়েছে সাড়ে ৪ শতাংশ হারে। গত পাঁচ বছর ধরেই ইয়ুননানের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাৎসরিক বাণিজ্যের পরিমাণ ছিল ১০০ বিলিয়ন ইউয়ানের বেশি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।