২০ সেকেন্ডে ১২ টন পানি সংগ্রহ করে চীনের অগ্নিনির্বাপক উড়োজাহাজ
2024-02-21 20:00:33

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: অত্যন্ত ঠাণ্ডা পরিবেশে চীনের অগ্নিনির্বাপক উড়োজাহাজের দুটি পরীক্ষামূলক সংস্করণ এজি৬০০এম মডেলের কর্মক্ষমতা যাচাই সম্পন্ন হয়েছে। দেশটির এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জানুয়ারির শেষের দিকে ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুনবুইর হাইলার বিমানবন্দর থেকে বেশ কয়েকটি পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে পরীক্ষামূলক সংস্করণ দুটি।

এ পরীক্ষামূলক ফ্লাইট প্রায় দুই সপ্তাহ ধরে চলে। এ সময়ের মধ্যে মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াস থেকে মাইনাস ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় মডেল দুটির সক্ষমতা এবং কার্যকারিতা যাচাই করা হয়। পরীক্ষার সময় উড়োজাহাজের ক্রুদেরও ঠাণ্ডা আবহাওয়ায় কর্ম ক্ষমতা যাচাই করা হয়।

এর আগে ২০২২ সালের মে মাসে কুয়াংতোং প্রদেশের চুহাইতে প্রথম স্থল-ভিত্তিক পরীক্ষামূলক ফ্লাইট এবং একই বছরের আগস্টে হুবেই প্রদেশের চিংমেনে প্রথম জল-ভিত্তিক পরীক্ষামূলক ফ্লাইটও সম্পন্ন হয়।

উড়োজাহাজটির সর্বোচ্চ টেকঅফ ওজন ৬০ মেট্রিক টন। অগ্নিনির্বাপক কাজের জন্য মাত্র ২০ সেকেন্ডের মধ্যে একটি হ্রদ বা সমুদ্র থেকে ১২ টন পানি সংগ্রহ করতে সক্ষম এটি। উড়োজাহাজটি যে পরিমাণ পানি ধারণ করে তা দিয়ে ৪ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি