চীনের রিসাইকেল শিল্পে সম্ভাবনা দেখাচ্ছে ব্যবহৃত গাড়ির ব্যাটারি
2024-02-21 19:36:08

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রিসাইকেল ইন্ডাস্ট্রি তথা পুনর্ব্যবহারযোগ্য শিল্পে জোয়ার আনতে চলেছে ব্যবহৃত গাড়ির ব্যাটারি। 

বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও বিক্রিতে টানা ৯ বছর বিশ্বে প্রথম স্থানে আছে চীন। মূলত এ শিল্পের উন্নতির সঙ্গে বাড়ছে পুরনো ব্যাটারির সংখ্যা। আর তাই ওই ব্যাটারিগুলোর পুনর্ব্যবহার পদ্ধতি কেমন হবে তা নিয়ে টেকসই সমাধান খোঁজার দিকে এখন নজর চীনের গবেষকদের।

দক্ষিণ চীনের কুয়াতোং প্রদেশের শেনচেনে বাওছিং এনার্জি স্টোরেজ স্টেশনে আংশিকভাবে ক্ষয়প্রাপ্ত গাড়ির ব্যাটারিগুলো থেকে বিদ্যুৎ তৈরি করে তা গ্রিডে যোগ করা হচ্ছে। বাওছিং এনার্জি স্টোরেজ স্টেশনের রিসাইক্লিং সিস্টেমটি ২০২১ সালে কাজ শুরু করে। এরপর থেকে, এর বিদ্যুৎ উৎপাদন পৌঁছেছে ১৭ লাখ কিলোওয়াট-ঘণ্টায়। যা প্রায় তিন লাখ মানুষের প্রতিদিনের বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম।

অন্যদিকে চীনের সাউদার্ন পাওয়ার গ্রিড এনার্জি স্টোরেজ কোং লিমিটেডের প্রকৌশলী চাং কং জানালেন, তাদের সিস্টেমে মোট ১ লাখ ২২ হাজার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যে ব্যাটারিগুলো এসেছে ৮০টি বাস ও ৭৬টি ব্যক্তিগত গাড়ি থেকে। এখন এগুলোর কার্যক্ষমতা আছে প্রায় ৮০ শতাংশ। আগামী পাঁচ-ছয় বছর এগুলোকে কাজে লাগানো যাবে। এই  সিস্টেমে এখন প্রায় ১ কোটি ২০ লাখ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ তৈরি হচ্ছে বলে জানান ওই প্রকৌশলী।

ধারণা করা হচ্ছে, ২০২৫ সালে চীনে ৭ লাখ ৮০ হাজার টন অটো-ব্যাটারি রিসাইকেল করতে হবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।