এডেন উপসাগরে যাচ্ছে চীনের নৌবাহিনীর ৪৬তম বহর
2024-02-21 20:03:21

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনীর ৪৬তম বহর দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চানচিয়াংয়ের একটি সামরিক বন্দর থেকে এডেন উপসাগরের দিকে যাত্রা করেছে। সোমালিয়ার জলসীমায় ৪৫তম নৌবহরের এসকর্ট মিশন গ্রহণ করবে নতুন এ বহর।

৪৬তম নৌবহরটিতে আছে চিয়াওচুও নামের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং মিসাইল ফ্রিগেট সুচাং। বহরে সেনা ও কমান্ডার আছেন মোট ৭০০ জন। আরও আছে বেশ ক’জন বিশেষ বাহিনীর কর্মী এবং দুটি হেলিকপ্টার।

চীনের বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের শিকার হলে সেটা উদ্ধার করাসহ সন্ত্রাসী ও জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণও পরিচালনা করবে এ বহর।

২০০৮ সালের ডিসেম্বর থেকে পিএলএ নৌবাহিনী এডেন উপসাগর এবং সোমালিয়ার জলসীমায় এসকর্ট মিশন পরিচালনা শুরু করে। এ পর্যন্ত এ অঞ্চলে দেড়শ’রও বেশি জাহাজ পাঠিয়েছে চীন।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।