বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী
2024-02-21 19:56:45

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: সারা বিশ্বে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী আছে। এ কারণে বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন আগ্রহের কথা জানান তিনি।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে একটি জাতির জন্য বিশাল অর্জন। আজ আমাদের স্বপ্ন হলো বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষায় রূপান্তর করা।’

প্রসঙ্গত, জাতিসংঘের ৬টি দাফতরিক ভাষা রয়েছে- আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রাশিয়ান ও স্প্যানিশ। এর আগে কয়েকবার বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তবে আর্থিক কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। 

ভাষাভাষীর সংখ্যার দিক থেকে বাংলা এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা। সে বিবেচনায় বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করে নেওয়ার দাবি দীর্ঘদিনের। বাংলাদেশ সরকারও সেই দাবির বিষয়টি জাতিসংঘে নিয়েছে বিভিন্ন সময়ে।

শুভ/শান্তা