গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা চীনের
2024-02-21 19:25:24

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র যে ভেটো দিয়েছিল, সেটার তীব্র সমালোচনা করেছে চীন। চীন বলছে, গাজায় যুদ্ধবিরতিতে আপত্তি জানানো মানেই হত্যাযজ্ঞ চালানোর সবুজ সংকেত দেওয়া।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে খসড়া প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল ব্রিটেন।

আরব রাষ্ট্রগুলোর পক্ষে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, মানবিক সরবরাহ নিশ্চিতে প্রবেশাধিকার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধ করার দাবিতে খসড়া প্রস্তাবটি পেশ করে আলজেরিয়া।

মার্কিন ভেটোতে চীনের তীব্র হতাশা এবং অসন্তোষ প্রকাশ করে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেন, মানবতার ন্যূনতম প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে তৈরি এই প্রস্তাব জরুরিভাবে নিরাপত্তা পরিষদের সকল সদস্যের সমর্থন পাওয়ার দাবি রাখে।

তিনি আরও বলেন, যুক্তি, আন্তরিকতা এবং উন্মুক্ত মনোভাব প্রদর্শন করে, সকল পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই খসড়াটি তৈরি করে আলজেরিয়া। 

চীনা প্রতিনিধির মতে, মার্কিন ভেটো একটি ভুল বার্তা পাঠাচ্ছে যা, গাজা পরিস্থিতিকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে।

চাং বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব চলমান কূটনৈতিক প্রচেষ্টায় হস্তক্ষেপ করবে, যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো ভিত্তি নেই। চাং মনে করেন, এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে যুদ্ধবিরতি ইস্যুতে নিষ্ক্রিয় থাকার মানেই হলো গণহত্যা চালানোর সবুজ সংকেত দেওয়া।

তিনি বলেন, সংঘর্ষের আঁচ গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে, যা আরও বড় যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে।

চাং বলেন, ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে মনোযোগ দিয়ে রাফাহ আক্রমণের পরিকল্পনা ত্যাগ করে ফিলিস্তিনের ওপর অত্যাচার বন্ধ করতে বলছে চীন।

নিরাপত্তা পরিষদকে অবশ্যই যুদ্ধবিরতির পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি। চাং চুনের মতে, এটি বিতর্কের বিষয় নয়, বরং নৈতিক বাধ্যবাধকতা।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।