চীনের কয়েকটি শহরে ভারী তুষারপাত, সতর্কতা জারি
2024-02-21 19:31:44

ফেব্রুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং, হবেই এবং হ্যনানসহ উত্তর ও মধ্য চীনের একটি বড় এলাকাজুড়ে ভারী তুষারপাত হয়েছে। এমন পরিস্থিতিতে ভ্রমণ ও শীতল আবহাওয়া নিয়ে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নতুন ড্রাগনবর্ষে প্রথমবারের মতো শহরজুড়ে তুষারপাত দেখেছে বেইজিংয়ের বাসিন্দারা। এদিন মধ্যরাতের পর শহরের কেন্দ্রস্থলে তুষারপাত শেষ হলেও পার্বত্য অঞ্চলে বুধবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

শহরের আবহাওয়া কেন্দ্র জারি করেছে হলুদ সতর্কতা। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকবে বলেও জানানো হয়। 

অন্যদিকে শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ের কারণে হবেই প্রদেশের কাংচৌ শহরে চতুর্থ স্তরের সতর্কতা জারি করা হয়েছে। শীতল বাতাসের কারণে মধ্য চীনের হ্যনানের খাইফেং সিটিতে জারি করা হয়েছে চতুর্থ স্তরের সতর্কতা। 

মঙ্গলবারের তুষারঝড় ও শিলাবৃষ্টির কারণে অনেকগুলো রাস্তা ঢেকে আছে বরফে। তুষার অপসারণে নিয়োজিত আছে বেশকিছু যন্ত্রপাতি।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।