কার্বন নির্গমন শূন্যে নামাতে কারখানা পরিবেশবান্ধব করছে চীন
2024-02-20 18:02:20

ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইড নির্গমন সর্বনিম্ন মাত্রায় নামিয়ে আনা এবং ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যে দেশজুড়ে নানান পদক্ষেপ নিয়েছে চীন। সেই ধারাবাহিকতায় এবার প্রচলিত জ্বালানি-নির্ভরতা থেকে বেরিয়ে প্রধান শিল্পখাতগুলোকে পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর করছে দেশটি।

মধ্য চীনের হ্যনান প্রদেশের সিয়াংথান কাউন্টিতে অবস্থিত হ্যনান ভ্যালিন সিয়াংথান আয়রন অ্যান্ড স্টিল পাওয়ার প্লান্ট। কারখানাটিতে ইস্পাত তৈরির প্রক্রিয়া চলাকালীন অতিরিক্ত তাপ উৎপন্ন হয়। এই তাপ সংগ্রহ করে প্রতিদিন প্লান্টের ৩৭ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, ইস্পাত প্রস্তুতকারী বিভিন্ন চীনা কোম্পানিগুলো কীভাবে পরিবেশবান্ধব হবে সেটার দৃষ্টান্ত স্থাপন করেছে কারখানাটি। প্লান্টটির উৎপাদন পরিচালক থান ছিউলিয়াং বলেন, ‘বর্তমানে আমাদের কারখানায় যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তার ৭৫ শতাংশ আসে এই রিসাইকেল সিস্টেমের মাধ্যমে।’

চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) কর্মকর্তারা বলছেন, ২০২৩ সালে ৭৮টি ইস্পাত কারখানা পরিবেশবান্ধব হয়েছে। এসব কম্পানি কার্বন নির্গমন সর্বনিম্ন মাত্রায় নামিয়ে এনেছে। ২০২৩ সালে চীনে মোট ৫ হাজার ৯৫টি প্রতিষ্ঠান পুরোপুরি পরিবেশবান্ধব জ্বালানি-নির্ভর হয়েছে। এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে উৎপাদন শিল্পে ১৭ শতাংশেরও বেশি অবদান রাখছে।

চলতি বছরের শেষ নাগাদ চীনে আরও প্রায় এক হাজার পরিবেশবান্ধব কারখানা গড়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

দেশটির লক্ষ্য—বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য ব্যবস্থা প্রতিষ্ঠাকে ত্বরান্বিত করা এবং ‘বর্জ্যবিহীন শিল্প পার্ক’ ও ‘বর্জ্যবিহীন উদ্যোগ’ গড়ে তোলার অনুকূল পরিবেশ তৈরি করা।

-শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।