ভূমির সক্ষমতা বাড়ানোর প্রতি জোর দিয়েছেন প্রেসিডেন্ট সি চিনপিং
2024-02-20 18:07:02

ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, চীনের যে অঞ্চলগুলোর প্রতিযোগিতার শক্তি আছে, সেগুলোর উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করতে ভূমি সম্পদের সক্ষমতা বাড়ানো উচিত। সেই সঙ্গে তৃণমূলের জরুরি ব্যবস্থাপনার ক্ষমতা আরও উন্নত করার ওপরও জোর দেন তিনি। 

সোমবার ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির সংস্কারকাজকে গভীরতর করতে গঠিত কেন্দ্রীয় কমিশনের চতুর্থ বৈঠকে সভাপতিত্ব করার সময় এই মন্তব্য করেন সি। 

বৈঠকে ভূমি প্রশাসন ব্যবস্থার সংস্কার বিষয়ক নির্দেশিকা পর্যালোচনা ও গ্রহণ করা হয়। পাশাপাশি চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পরিবেশবান্ধব পরিবর্তনকে এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। সেইসঙ্গে তৃণমূলে জরুরি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনকে সমর্থন করে এমন ব্যবস্থা গঠনকে ত্বরান্বিত করার নির্দেশিকাও পর্যালোচনা করা হয়েছে।

বৈঠকে ২০২৩ সালের কমিশনের কাজের প্রতিবেদনের পাশাপাশি ২০২৪ সালের মূল কর্মপরিকল্পনাও পর্যালোচনা করা হয়।

বৈঠকে সি এমন এক ভূমিব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যা সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং আঞ্চলিক উন্নয়নের সঙ্গে যুক্ত এবং ভূমির বরাদ্দ ও ব্যবহারকেও আরও উন্নত করবে।

সি যোগ করেন, পরিবেশ ও বাস্তুগত সমস্যা সমাধানের মৌলিক নীতিই পারবে চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ভেতর পরিবেশবান্ধব রূপান্তরে এগিয়ে নিতে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পুরো প্রক্রিয়াজুড়ে পরিবেশবান্ধব উন্নয়নের ধারণা উন্নীত করার আহ্বানও জানান তিনি।

এ ছাড়া, তৃণমূলের জরুরি ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো, নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ, সময়মতো সব ধরনের দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলা করে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।

সি বলেন, চীন এমন মৌলিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, যা উদ্ভাবন প্রক্রিয়াকে সমর্থন করবে। উদ্ভাবনের গতিপ্রকৃতি কেমন হবে, কীভাবে অনুপ্রাণিত করা যাবে, কী করে উদ্ভাবনগুলোকে রক্ষা করা যাবে, সে দিকে মনোনিবেশ করাই হবে ওই ব্যবস্থার মূল লক্ষ্য।

ফয়সল/রহমান