জার্মানি ও ব্রিটেনের সঙ্গে যৌথ বিশ্ববিদ্যালয় হবে শাংহাইতে
2024-02-20 18:00:52

ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছর চীনের সঙ্গে দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নির্মাণ হবে উচ্চশিক্ষা কেন্দ্র। সম্প্রতি শাংহাই শিক্ষা কমিশনের বার্ষিক কর্ম-পরিকল্পনায় জানানো হয় এ খবর। 

এ উদ্যোগের আওতায় নির্মিত হবে সিনো-জার্মান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং সিনো-ব্রিটিশ আর্টস ইনস্টিটিউট। শাংহাইতে আন্তঃবিভাগীয় জ্ঞান-বিজ্ঞানের চর্চার পরিধি বাড়ানোর পাশাপাশি চীনের শিল্প চাহিদা মেটাতে উন্মুক্তকরণের পথও প্রশস্ত হবে এতে।

গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলো হবে শাংহাইয়ের মুক্ত বাণিজ্য অঞ্চলের পুতোং শহরে।

চীন-জার্মান যৌথ উদ্যোগে চীনা পক্ষে আছে থংচি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, জার্মানির ফলিত বিজ্ঞান পড়ানোর যে মডেল, সেই অনুযায়ীই সাজানো হবে নতুন শিক্ষাকেন্দ্রটি।

এ উদ্যোগের মাধ্যমে জার্মান ইউনিভার্সিটি কনসোর্টিয়াম ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন এবং তিনটি জার্মান বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাগত দর্শন, পরিচালনা ও পাঠ্যক্রম পদ্ধতি চীনের সঙ্গে আদান-প্রদান করবে।

জার্মান কনসোর্টিয়ামটি জার্মানির ফলিত বিজ্ঞানের নামকরা ৩৭টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত এবং এর সদস্য বিশ্ববিদ্যালয়গুলো আধুনিক উৎপাদনের চাহিদা মেটাতে প্রশিক্ষণ দেয় এবং বিভিন্ন প্রায়োগিক গবেষণা পরিচালনা করে। 

অন্যদিকে, চীন ও ব্রিটেনের যৌথ উদ্যোগে যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে, তাতে চীনের পক্ষে আছে শাংহাইয়ের তংহুয়া ইউনিভার্সিটি এবং ব্রিটেনে আছে লন্ডনের রয়্যাল কলেজ অব আর্টস। এতে বস্ত্র, এ সংক্রান্ত উপকরণ ও নকশা নিয়ে পড়ানো হয়।

রয়্যাল কলেজ অব আর্টস বিশ্বের প্রাচীনতম গ্রাজুয়েট স্কুল অব আর্ট অ্যান্ড ডিজাইন, যা কিনা টানা আট বছর ধরে শিল্প ও নকশা বিভাগের আন্তর্জাতিক সূচকে প্রথম অবস্থানে আছে। 

উল্লেখ্য, প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে চীনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে ২০১২ সালে—শাংহাই নিউইয়র্ক ইউনিভার্সিটির হাত ধরে।

-ফয়সল/রহমান

তথ্য: চায়না ডেইলি, ফাইল ছবি: সিজিটিএন