চীনের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ৪০টি দেশের দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় চুক্তি
2024-02-19 18:05:04

ফেব্রুয়ারি ১৯,সিএমজি বাংলা ডেস্ক: চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না-পিবিসি এবং ৪০টিরও বেশি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক কর্তৃপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিপলস ব্যাংক অব চায়নার প্রতিবেদনে সম্প্রতি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  


প্রতিবেদনে বলা হয়, এখন প্রায় ৪ লাখ ১৬ হাজার কোটি ইউয়ান বা ৫৮ হাজার ৬০০ কোটি ডলারে ৩১ টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় চালু আছে। 


প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তির আওতাভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে তাদের নিজস্ব মুদ্রায় বিনিময় করতে পারবে, যা চীনের  দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়াবে । পাশা্পাশি মুদ্রা বিনিময় খরচও কমাবে। এই চুক্তির ফলে বিশ্ব বাণিজ্যে স্থিতিশীলতা ও আস্থা বাড়বে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। 


রাসেল/নাহার/শান্তা  

তথ্যসুত্র: চায়না ডেইলি