চীনে বসন্ত উৎসবের ছুটিতে চমক দেখালো স্বর্ণের বাজার
2024-02-19 18:03:48

ফেব্রুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসবের ছুটিতে চীনে বেড়েছে স্বর্ণের বিক্রি। বিশেষ করে, স্বর্ণের গহনা, ইয়ার অব দ্য ড্রাগনের ডিজাইনসহ সোনার বারের বিক্রি বেড়েছে সবচেয়ে বেশি। চায়না গোল্ড অ্যাসোসিয়েশন (সিজিএ) সম্প্রতি এসব তথ্য জানিয়েছে।


এ শিল্প সংশ্লিষ্টরা বলছেন, স্বর্ণের বিক্রির ঊর্ধ্বগতি প্রমাণ করে যে চীনের অর্থনীতি সঠিক রাস্তায় আছে এবং নাগরিকদের ব্যয় ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।


বেইজিংয়ের একটি স্বর্ণের দোকানের ভাইস জেনারেল ম্যানেজার নিং ছাইকাং বলেন, “আমাদের দোকানে আসা ক্রেতার সংখ্যা অনেক বেশি। মূল স্টোরটিতে প্রতিদিন ১০ হাজারেরও বেশি ক্রেতা আসেন। বিভিন্ন ধরনের গহনার পাশাপাশি, চাইনিজ রাশিচক্রের মতো স্বর্ণের পণ্যগুলো ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে। আমরা প্রতিদিন হাজার হাজার পিস এসব পণ্য বিক্রি করছি।”


মধ্য চীনের হেনান প্রদেশের প্রাদেশিক রাজধানী চেংচৌয়ের একটি দোকানের বিপণন পরিকল্পনা বিভাগের ডেপুটি ম্যানেজার চে ইউয়ানচি বলেন, “গত বছরের বসন্ত উৎসবের ছুটির তুলনায় এই বছর আমাদের দোকানের ক্রেতার সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। পাশাপাশি স্বর্ণের বিভিন্ন আইটেম বিক্রি প্রায় ৫০ শতাংশ বেড়েছে।”


ক্রেতাদের অনেকেই তাদের পরিবারের সদস্যদের জন্য স্বর্ণের গহনা কিনতে দোকানে যাচ্ছেন। এছাড়া তরুণদের মধ্যেও স্বর্ণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। অনেকেই ড্রাগন বর্ষ উপলক্ষে এ সংক্রান্ত বিভিন্ন পণ্য কিনছেন।


একজন ক্রেতা জানান, বসন্ত উৎসবের ছুটি শুরু হওয়ার পর থেকে আমি দুটি সোনার গয়না কিনেছি। আমার জন্য একটি গোল্ড জোডিয়াক এবং অন্যটি আমার মায়ের জন্য। আমি মায়ের জন্য এক জোড়া স্বর্ণের কানের দুল কিনেছি।


বিশ্লেষকরা বলছেন, দেশটির ছোট শহরগুলোর নাগরিকদের মধ্যেও বেড়েছে স্বর্ণের চাহিদা। তারা প্রধান বা বড় শহরগুলোর নাগরিকদের মতোই স্বর্ণ ক্রয়ে আগ্রহ দেখাচ্ছেন।


স্বর্ণ বিশ্লেষক লি ইয়াং বলেন, “বেইজিং এবং শাংহাইয়ের মতো প্রধান শহরগুলো যেখানে সোনার চাহিদা অনেক বেশি সেগুলো ছাড়াও দেশের অন্যান্য শহরগুলোতে গত বছরের তুলনায় এ বছর সোনার গয়না এবং স্বর্ণ সংক্রান্ত বিনিয়োগ পণ্যগুলোর চাহিদা ক্রমবর্ধমান।”


শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি