বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ছয় বছর পর স্পেনে চীনের পররাষ্ট্রমন্ত্রী
2024-02-19 18:07:22

ফেব্রুয়ারি ১৯, সিএমজি বাংলা ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর স্পেন সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দেশটিতে পৌঁছে তিনি স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেসের সঙ্গে সাক্ষাৎ করেন।


এর আগে রোববার সকালে দক্ষিণ স্পেনের কর্ডোবায় পৌঁছান চীনা পররাষ্ট্রমন্ত্রী। মূলত দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বকে সমৃদ্ধ করাই তার এ সফরের লক্ষ্য।


চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিউনিখে অনুষ্ঠিত সিকিউরিটি কনফারেন্সের পর ওয়াং সরাসরি স্পেন সফর করেন। দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক, স্পেনের অর্থনীতির জন্য ইতিবাচক ঘোষণা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে এ সফর করেছেন তিনি।


সাক্ষাতে ওয়াং ই বলেন, “ড্রাগনের বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের পুরানো বন্ধুদের সঙ্গে দেখা করতে ইউরোপ এবং স্পেনে এসেছি। ইউরোপীয় ইউনিয়নে চীন স্পেনকে একটি ভাল এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচনা করে। আমরা স্প্যানিশ গরুর মাংস আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণাও করেছি। বিশেষ করে, স্প্যানিশ কৃষকদের জন্য এটা ভালো খবর।”


স্পেনের পররাষ্ট্রমন্ত্রী গরুর মাংস রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে ‘খুবই ইতিবাচক’ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। এছাড়া ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত নিয়েও ওয়াংয়ের সঙ্গে কথা বলেন আলবারেস।


এ সময় হোসে মানুয়েল আলবারেস বলেন, “আমি রাফাহর সংকটজনক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছি। আমরা উভয়ই ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে স্থায়ীভাবে শান্তি স্থাপনে দুই-রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছি।”


এ ছাড়া বৈঠকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তন, বৈদ্যুতিক যানবাহন এবং পরিবেশবান্ধব জ্বালানির মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।


স্পেন সফর শেষে ওয়াং ই ফ্রান্সে সফর করবেন, তার আগে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দেখা করবেন।


শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি