সিঙ্গাপুরে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করলো চীনের সি-৯১৯ জেটলাইনার
2024-02-18 21:32:31

ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: আসন্ন সিঙ্গাপুর এয়ারশো ২০২৪-এর প্রস্তুতি নিতে সিঙ্গাপুরে পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে চীনের তৈরি যাত্রীবাহী জেট সি-৯১৯। রোববার এ তথ্য জানায় চায়না ইস্টার্ন এয়ারলাইনসের সিঙ্গাপুর শাখা।


কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়নার তৈরি পাঁচটি যাত্রীবাহী জেটলাইনারের একটি হলো সি-৯১৯। মঙ্গলবার শুরু হওয়া বার্ষিক ইভেন্টে এর ফ্লাইট প্রদর্শনী হবে। 


বর্তমানে, চীনে চারটি সি-৯১৯ জেটলাইনার চলছে। দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, তারা চলতি বছর আন্তর্জাতিক বাজারে উড়োজাহাজটির প্রচার চালাবে এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সির সনদ পাওয়ার চেষ্টা করবে।


সি ৯১৯-এর ডানা ৩৬ মিটার লম্বা। এর দৈর্ঘ্যে ৩৯ মিটার এবং লেজের উচ্চতা প্রায় ১২ মিটার। ১৯২ জন যাত্রী নিয়ে টানা ৫ হাজার ৫৫৫ কিলোমিটার উড়তে পারবে এটি।


গত বছরের ২৮ মে চীনের তৈরি প্রথম সি-৯১৯ জেটলাইনার শাংহাই ও বেইজিংয়ের মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। চায়না ইস্টার্নের বহরে থাকা সি-৯১৯ উড়োজাহাজগুলো গত ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৯১৪ ঘণ্টা ফ্লাইট সম্পন্ন করে। এ সময়ে ৬৫৫টি ট্রিপে সি ৯১৯-এ চড়েছেন প্রায় ৮২ হাজার যাত্রী।


ফয়সল/রহমান


তথ্য ও ছবি: সিসিটিভি।