বহুমুখী বিশ্ব গড়তে চীন-ফ্রান্সকে একযোগে কাজ করতে হবে: ওয়াং ই
2024-02-18 20:13:24

ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও ফ্রান্সের উচিত সংলাপ ও সহযোগিতা জোরদার করা এবং একটি বহুমুখী বিশ্ব গড়ে তুলতে সমন্বিত প্রচেষ্টা চালানো। শনিবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্নের সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং বলেন, স্নায়ুযুদ্ধের মানসিকতা ফিরে আসার এ সময়ে বিশ্বের বড় দুটি স্বাধীন দেশ হিসেবে, শান্তি, স্থিতিশীলতা ও একটি বহুমুখী বিশ্ব গড়তে চীন ও ফ্রান্সের একযোগে কাজ করা উচিত।

তিনি আরও বলেন, ছয় দশক আগে, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংলাপ ও সহযোগিতার আবহ তৈরিতে স্নায়ুযুদ্ধের বরফ ভেঙেছিল চীন ও ফ্রান্স।

ফ্রান্স থেকে আরও বেশি মানসম্পন্ন কৃষিপণ্য আমাদানি করতে চায় চীন, এমনটা জানিয়ে ওয়াং ই বলেন, চীন আশা করে ফ্রান্সে চীনে ব্যবসায়ীরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ পাবে।

চীন ও ফ্রান্স উভয়ই বহুপাক্ষিকতাকে সমর্থন করে এবং এ নিয়ে একে অপরের উদ্যোগকে সমর্থন করা উচিত বলেও জানান ওয়াং।

বৈঠকে এক-চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজোর্ন। 


-ফয়সল/মিম

তথ্য ও ছবি: সিসিটিভি।