স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের আহ্বান ওয়াং ই’র
2024-02-18 20:14:57

ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্রুত শান্তি ফেরাতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শনিবার ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন ওয়াং।

লোহিত সাগরে উত্তেজনা ও সংকট বেড়ে যাওয়ায় আবারও ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে জানান তিনি।

তিনি উল্লেখ করেন, প্রজন্ম থেকে প্রজন্ম ফিলিস্তিনের মানুষ বাস্তুচ্যুত। এই আধুনিক যুগেও এটি একটি চলমান অবিচার।

এ সময় সাধারণ নাগরিকদের সুরক্ষা ও সুবিচারের বিষয়ে চীনের শক্ত অবস্থানের কথা আরও একবার নিশ্চিত করেন ওয়াং ই।

-রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি।