চীনের জাতীয় শীতকালীন ক্রীড়া শুরু হয়েছে
2024-02-18 20:05:18

ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১৪তম জাতীয় শীতকালীন খেলাধুলা আনুষ্ঠানিকভাবে ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় অঞ্চলটির হুলুন বুইর শহরের আইস স্পোর্টস ট্রেনিং সেন্টারে চীনা স্টেট কাউন্সিলর শেন ইয়ি ছিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। 


গেমসের ১৪তম সংস্করণটিতে ক্রীড়াবিদদের ব্যতিক্রমী প্রতিভা, শীতকালীন খেলাধুলার প্রতি জনসাধারণের উৎসাহ এবং চীনা সংস্কৃতির বৈচিত্র্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। 


উদ্বোধনী আয়োজনে শিল্প প্রদর্শনীর আগে, বেইজিংয়ের গ্রেট ওয়াল, শাংহাইয়ের ওরিয়েন্টাল পার্ল টাওয়ার এবং হাংচৌতে ওয়েস্ট লেকসহ এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয় স্থানীয় নানান গুরুত্বপূর্ণ স্থাপনা। এসময় ভেন্যুতে প্রবেশ করে ৩৫ জন খেলোয়াড়ের একটি প্রতিনিধি দল। 


অনুষ্ঠানস্থলের চারপাশে চীনা লণ্ঠন ও রঙিন আলো এনে দেয় বসন্ত উৎসবের আনন্দঘন পরিবেশ। ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে, দর্শকরা ইনার মঙ্গোলিয়ার সুবিশাল তৃণভূমি, তুষার ও রাতের আকাশের দৃশ্য উপভোগ করতে পারেন। 


১৭ তারিখ শুরু হওয়া ইভেন্টটি চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৭৬টি ইভেন্ট সমন্বিত এই খেলায় ৩ হাজার ৭০০ ক্রীড়াবিদ অংশ নেবেন। 


ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি।