‘বৈশ্বিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হবে চীন’
2024-02-18 21:28:24

ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক প্রবৃদ্ধি স্থিতিশীলভাবে এগিয়ে নিতে অন্যতম চালিকাশক্তি হবে চীন। শনিবার জার্মানিতে চলমান মিউনিখ সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপনে এমনটা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সম্মেলনের ‘চায়না ইন দ্য ওয়ার্ল্ড’ অধিবেশনে ‘অশান্ত বিশ্বে স্থিতিশীলতার শক্তি হিসেবে কাজ করা’ শীর্ষক মূল প্রবন্ধে ওয়াং এই বিবৃতি দেন।

এতে ওয়াং বলেন, ‘চীনা অর্থনীতি সবসময়ই প্রাণবন্ত ও স্থিতিশীল ছিল। এর দীর্ঘমেয়াদি ইতিবাচক গতি এখন আরও স্পষ্ট। চীনের জিডিপির প্রবৃদ্ধির হার ২০২৩ সালে ছিল ৫ দশমিক ২ শতাংশ। যা বিশ্বের মোট প্রবৃদ্ধিতে এক-তৃতীয়াংশ অবদান রেখেছে।’ 

ওয়াং আরও বলেন, ‘আমরা প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ অব্যাহত রাখব। বিদেশি বিনিয়োগের জন্য নেতিবাচক তালিকাটিও আরও সংক্ষিপ্ত করবো, এবং ইউরোপসহ বিভিন্ন দেশের কম্পানিগুলোর জন্য বাজার-ভিত্তিক, নিয়ম-ভিত্তিক এবং আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ তৈরি করবো।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন চীনের সঙ্গে ২৩টি দেশের ভিসামুক্ত সম্পর্ক কার্যকর আছে। বেশ কয়েকটি ইউরোপীয় দেশসহ একাধিক দেশে একতরফা ভিসা-মুক্ত নীতিও চালু করেছে চীন। 

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ওয়াং সতর্ক করে বলেন , যারা ঝুঁকি হ্রাসের নামে চীনের ভেতর বিভক্তির চেষ্টা চালাচ্ছে তারা একটি ঐতিহাসিক ভুল করবে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতি একটি বড় সমুদ্রের মতো, যেটাকে বিচ্ছিন্ন হ্রদে ভাগ করা যায় না।


-ফয়সল/নাহার


তথ্য ও ছবি: সিসিটিভি।