মঙ্গোলিয়ার সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় বাড়াতে আগ্রহী চীন
2024-02-17 19:37:42

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: মঙ্গোলিয়ার সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় বাড়াতে আগ্রহী চীন।

শুক্রবার ৬০তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আগ্রহের কথা জানান।

চীন ও মঙ্গোলিয়াকে বন্ধুপ্রতিম এবং অভিন্ন নদী ও পর্বত দিয়ে যুক্ত প্রতিবেশী হিসাবে উল্লেখ করে তিনি বলেন, “চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখ একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন। উভয় দেশ যৌথভাবে উচ্চ মানের উন্নয়ন, বেল্ট অ্যান্ড রোড নির্মাণ এবং দুই দেশের নাগরিকদের জন্য অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ।”

চলতি বছর চীন-মঙ্গোলিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপিত হবে। এছাড়া দুদেশের মধ্যে মৈত্রী ও সহযোগিতা চুক্তি সংশোধনের ৩০তম বার্ষিকী এবং কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ১০তম বার্ষিকীও পালন করা হবে।

ওয়াং ই আরও বলেন, “দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করে একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়গুলোতে একে অপরকে বোঝা ও সমর্থন করা, পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে একীভূত করা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় প্রসারিত করার সুযোগ গ্রহণ করা উচিত।”

চীনের প্রশংসা করে মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ব্যাটসেটসেগ বলেন, “মঙ্গোলিয়া চীনের সঙ্গে বন্ধুত্বকে লালন করে। চীনের সঙ্গে উচ্চ-স্তরের আদান-প্রদান জোরদার, পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতাকে আরও গভীর করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত মঙ্গোলিয়া।”

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি