ভিসা-মুক্ত ভ্রমণ এশিয়ায় 'বড় দুয়ার' খুলেছে
2024-02-17 19:31:00

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য চীনে ও এর বাইরে ভ্রমণ আগের চেয়ে সহজ হয়ে উঠছে।

চীন মালয়েশিয়ার পর্যটকদের ভিসা-মুক্ত প্রবেশাধিকার দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবকুমার কুমারেসান এখন দক্ষিণ-পশ্চিম ইয়ুন নান প্রদেশের শাংরি-লায় বেড়াতে আসতে চান আবার। 

২০১৭ সালে ৫০ জনের মতো মালয়েশিয়ান এই শহরটি ভ্রমণ করেছিলেন যাদের মধ্যে শিবকুমার একজন ছিলেন। তিন বলেন, "আমার দেখা সব থেকে সুন্দর জায়গার মধ্যে এটি একটি।" 

এখন যেহেতু তাকে ভিসার জন্য আবেদন করার ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে না, তাই শিবকুমার তার বর্ধিত পরিবারকে দেখতে বেইজিংয়ে আসতে আগ্রহী।

বহুসাংস্কৃতিক দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মালয়েশিয়ার অনেক নাগরিকের মতো, শিবকুমারও মিশ্র বর্ণের। তিনি একজন চীনা বংশোদ্ভূত মায়ের এবং তার ভারতীয় বংশোদ্ভূত বাবার সন্তান। 

ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক শিবকুমার আরও বলেন, "আমি বেইজিংয়ের ইতিহাস সম্পর্কে আরও জানতে চাই। এছাড়া সেখানে আমার পরিবার আছে।"

ভিসা ছাড়াই মালয়েশিয়ার পর্যটকদেরকে ১৫ দিনের জন্য চীনে প্রবেশের অনুমতি দেওয়া হবে - গত নভেম্বরে কর্তৃপক্ষ এমন ঘোষণা দেওয়ার পর থেকে শিবকুমার অন্য অনেক মালয়েশিয়ানদের মতো চীনে যাওয়ার পরিকল্পনা করছেন। 

মালয়েশিয়া ইনবাউন্ড ট্যুরিজম অ্যালায়েন্সের চেয়ারম্যান উজাইদি উদানিস জানান, ট্রাভেল এজেন্টরা ডিসেম্বর থেকে লক্ষ্য করছেন "মালয়েশিয়া থেকে চীনে যাতায়াত বেড়েছে ব্যাপক হারে।"

তিনি জানান, মালয়েশিয়ানরা কেবল চীনই নয়, তাদের আত্মীয়দের দেখতেও আগ্রহী। - রাসু/রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি