ঘরফিরতি মানুষের উপচে পড়া ভিড় চীনজুড়ে
2024-02-17 19:29:32

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বসন্ত উত্সবের ছুটির শেষ দিন অর্থাৎ শনিবার সারাদেশে কর্মস্থল বা ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। 

পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা যায়, যাত্রী প্রবাহের ঊর্ধ্বচাপের কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন দুপুর নাগাদ যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬ কোটি ৫২ লাখে, যা বসন্ত উত্সব চলাকালীন রোড নেটওয়ার্কে ট্র্যাফিকের গড় সংখ্যার প্রায় ১ দশমিক ৭৫ গুণ। 

তবে ছুটির পরে যাত্রীদের নির্বিঘ্নে ঘরে ফেরা নিশ্চিত করতে সারাদেশে রেল, সড়ক, বিমান ও অন্যান্য বিভাগ একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে এরই মধ্যে।

এর আগে শুক্রবার চায়না মিডিয়া গ্রুপ জানায়, এ পর্যন্ত দেড় লাখ যাত্রী নিয়ে ৭শ’ ৯৯টি ট্রেন চ্যংচৌ পূর্ব রেলওয়ে স্টেশন ছেড়েছে। শনিবার পর্যন্ত এই স্টেশন থেকে উহান, ছাংতু, লানচৌ, বেইজিং, হাংচৌ, ছোংছিং, শাংহাই, ছিংতাও, ছেনচেন এবং কুয়াংচৌগামী সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায়। 

তেহাত্তরটি মহাসড়ক এবং ৭ শ’টি গুরুত্বপূর্ণ সড়ক পর্যবেক্ষণ করে জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যুরো জানায়, গত বছরের একই সময়ের তুলনায় ট্রাফিক প্রবাহ ২৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

এদিকে, চীনের বেসামরিক বিমানচলাচল প্রশাসন হাইনান রুটে ফ্লাইট সংখ্যা আরও বাড়াতে, ছোট আকারে উড়োজাহাজের জায়গায় বড় উড়োজাহাজ চালিযে পরিবহনক্ষমতা বাড়াতে এবং টিকিটের সঙ্কট মোকাবিলা করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। 

ঐশী/রহমান 

তথ্য ও ছবি: সিজিটিএন