চীনের সঙ্গে সম্পর্ক উদযাপন করছেন মার্কিন শিক্ষক-শিক্ষার্থীরা
2024-02-17 19:25:04

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের লিংকন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং তার স্ত্রী ফ্যং লি ইউয়ানের কাছ থেকে চীনা নববর্ষের কার্ড পেয়ে ভীষণ রোমাঞ্চিত।

ওই বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইসাইয়াহ লুং বলেন, “প্রেসিডেন্ট সির কাছ থেকে জবাব পাওয়া খুবই চমৎকার একটা অনুভূতি। কারণ এতে প্রমাণিত হয়, আমেরিকান জনগণ এবং চীনা জনগণের মধ্যকার সম্পর্ক তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এটি সত্যিই দুর্দান্ত ও রোমাঞ্চকর ব্যাপার।" 

লিংকন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের কাছ থেকে প্রাপ্ত একটি চীনা নববর্ষের কার্ডের জবাব দেন প্রেসিডেন্ট সি ও তার স্ত্রী ফ্যং, যেখানে ড্রাগনবর্ষের শুভেচ্ছা জানানো হয়।

রোববার পাঠানো ওই জবাবী শুভেচ্ছা কার্ডে, সি ও তার পত্নী শিক্ষক ও শিক্ষার্থীদেরকে দুদেশের বিনিময় ও অধ্যয়ন কর্মসূচিতে অংশগ্রহণসহ বিভিন্ন উপলক্ষ্যে চীন সফরের আমন্ত্রণ জানান, যাতে দুই জনগণের মধ্যে, বিশেষ করে তরুণদের মধ্যে, আরও শক্তিশালী বন্ধুত্ব প্রতিষ্ঠায় তারা অবদান রাখতে পারেন।

স্কুলের আর্ট ফ্যাসিলিটেটর লিন আইজেনহাওয়ার বলেন, "প্রেসিডেন্ট সি ও মাদাম ফ্যংয়ের কাছ থেকে কার্ডটি পেয়ে আমি খুব অবাক ও রোমাঞ্চিত হয়েছি। যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বে যার গভীর প্রভাব রয়েছে এমন একজন ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখাটা অবিশ্বাস্যভাবে বিশেষ।" 

আইজেনহাওয়ার লিঙ্কন বিদ্যালয়ের গায়কদলকে চীনা ধ্রুপদী গান শেখান এবং ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তিনবার তিনি চীন সফরে করেছেন লিঙ্কন হাই স্কুলের ছাত্রদের সঙ্গে।

এর আগে ৩০ জানুয়ারি ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেসিডেন্ট সি, তার স্ত্রী এবং চীনা জনগণকে একটি নববর্ষের শুভেচ্ছা কার্ড পাঠান এবং নতুন বছরে সুখ ও সুস্বাস্থ্য কামনা করেন। কার্ডে স্বাক্ষর করেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। - রহমান

তথ্য ও ছবি: চায়না ডেইলি