‘চীনের অর্থনৈতিক রূপান্তর ও পারফরমেন্স আশ্চর্যজনক’
2024-02-17 19:26:07

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনৈতিক রূপান্তর, অর্থনীতির মান এবং পারফরমেন্স আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস।

সম্প্রতি চীন সফরের পর চায়না সেন্ট্রাল টেলিভিশনকে (সিসিটিভি) দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির অর্থনীতির এমন মূল্যায়ন করেন তিনি।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে ২৭ থেকে ৩১ জানুয়ারি চীন সফর করেন ডেনিস ফ্রান্সিস । এ সফরকে তিনি ‘আবিষ্কারের যাত্রা’ হিসেবে বর্ণনা করেন।

সফরে ফ্রান্সিস বেশ কয়েকটি চীনা শহর, গ্রাম ও প্রযুক্তিকেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি তিনি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য যেমন, গ্রেট ওয়াল (মহাপ্রাচীর) এবং ফরবিডেন সিটি (নিষিদ্ধ নগরী) পরিদর্শন করেন।

ইউএনজিএ সভাপতি বলেন, “আমি চীনে গিয়ে যা দেখেছি তা আমার পছন্দ হয়েছে। আমি সত্যিই অবাক হয়েছি। সত্যিকার অর্থে অবকাঠামো, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দারুণভাবে সফল চীন।”

ফ্রান্সিস জানান, চীন সরকারের দুর্দান্ত প্রচেষ্টার মাধ্যমে অর্জিত ফলাফল তাকে মুগ্ধ করেছে।

শুভ/রহমান

তথ্য ও ছবি: সিসিটিভি