১৪তম জাতীয় শীতকালীন গেমসের উদ্বোধন
2024-02-17 19:41:22

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক :  মশাল প্রজ্জ্বলন শৈলী ও দুর্দান্ত সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত ১৪তম জাতীয় শীতকালীন খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। শনিবার উত্তর চীনের ইনার-মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুন বুইর শহরে গেমসটি উদ্বোধন করা হয়। 

কোভিড মহামারির কারণে ৪ বছর বন্ধ থাকার পর হতে যাওয়া এবারের আসরে রঙিন উদ্বোধনী আয়োজনে প্রতিনিধিদলের আঞ্চলিক বৈশিষ্ট্যের উপর আলোকপাত করা হয়।   

গেমসটিতে প্রথমবারের মতো প্রাদেশিক স্তরে প্রতিদ্বন্দ্বিতাকারী ক্রীড়াবিদদের উপস্থিত করা হয়। এর আগ থেকেই প্রযোজকরা প্রতিটি প্রতিযোগী প্রতিনিধিদলের স্বতন্ত্র আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করতে প্রস্তুত থাকেন। 

আয়োজকরা জানান, যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানটি একটি ইনডোর ভেন্যুতে অনুষ্ঠিত হয় এবং মূল কল্ড্রন টাওয়ারটি বাইরে অবস্থিত, তাই অনন্য আলোক অনুষ্ঠানটি উচ্চ প্রযুক্তির এবং সৃজনশীল পদ্ধতির একটি সিরিজের মাধ্যমে দেখানো হয়, যা উপস্থিত সকলের জন্য একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে।  


জাতীয় শীতকালীন খেলাধুলা হলো চীনের সর্বোচ্চ-স্তরের শীতকালীন ক্রীড়া ইভেন্ট। বেইজিংয়ে ২০২২ সালের শীতকালীন অলিম্পিকের সফল মঞ্চায়নের পরে তুষার ও বরফ খেলার জন্য ক্রমবর্ধমান উত্সাহের ফলাফল এটি। 


১৭ তারিখ শুরু হওয়া ইভেন্টটি, আগামী ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এর সাতটি প্রতিযোগিতা অঞ্চলে ৩ হাজার সাতশো জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। এই অঞ্চলগুলোর ৫টি স্থান ইনার মঙ্গোলিয়ায়, একটি বেইজিংয়ের ইয়ানছিং জেলায় এবং অন্যটি উত্তর চীনের হ্যবেই প্রদেশের চংচিয়াখৌ শহরে নির্ধারণ করা হয়েছে।   

 ঐশী/রহমান