বক্স অফিস রেকর্ড দিয়ে বছর শুরু চীনের চলচ্চিত্র বাজারের
2024-02-17 19:38:35

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উত্সবের ছুটির সময় চীনে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলচ্চিত্র দেখা একটি জনপ্রিয় রীতি, যা চলতি বছর চলচ্চিত্র বাজারে যেনো ঝড় তুলেছে। 

চীনের ফিল্ম-টিকিটিং প্ল্যাটফর্ম ডেংটা প্রোর তথ্য মতে, বসন্ত উৎসবের ছুটিতে চীনে গত শুক্রবার রাত ১০ টা ৫৩ মিনিট পর্যন্ত বক্স অফিসের আয় ৭ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান (অর্থাৎ প্রায় ১ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

বক্স অফিসের এই বিস্ফোরণে প্রমাণ মিলেছে যে, চীনের ফিল্ম ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়িয়েছে। 

২০২৩ সালেও চীনের বক্স অফিসের সাফল্য ছিলো ব্যাপক। ওই বছর প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন টিকেট বিক্রি হয়েছিলো এবং মোট আয় হয়েছিল ৫৪ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান।

এ বছরের বসন্ত উৎসবে মুক্তি পাওয়া সিনেমাগুলো ছিলো বিভিন্ন ধাঁচের, তবে কমেডি এনিমেশন ছবিগুলোই দর্শকদের বড় অংশ টানে।

বাস্তব ঘরানার চলচ্চিত্রগুলোও পিছিয়ে ছিলো না, যেমন ‘আর্টিকেল ২০’। এটি একটি বিতর্কিত আইনী বিষয়ের গল্প। 

বক্স অফিস বিশ্লেষণে দেখা যায়, সিনেমা দেখার হিড়িক শুধু বড় শহরগুলোতে নয়, মফস্বলের দর্শকরাও বক্স অফিসে বড় অবদান রাখে। - রাসু/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন