তিব্বতে বেড়েছে বিদেশি কম্পানির সংখ্যা
2024-02-17 19:20:30

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল অর্থাৎ তিব্বতে ২০২৩ সালে নিবন্ধিত বিদেশি কম্পানির সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে। আঞ্চলিক শুল্ক দপ্তর এ তথ্য জানিয়েছে। 

লাসা কাস্টমস জানায়, ২০২২ সালের তুলনায় এ সংখ্যা বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ।

২০২৩ সালে সিচাংয়ের পণ্য আমদানি ও রপ্তানি ১ হাজার কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে। এই অঞ্চল থেকে ভারত, সিঙ্গাপুর, কুয়েত, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে চা, দুধ, মধু ও মাশরুমের মতো পণ্য রপ্তানি হচ্ছে।

শুল্ক কর্তৃপক্ষ আরও জানায়ে, সিচাংয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরি করা হয়েছে আর পাশাপাশি আন্তঃসীমান্ত বাণিজ্যের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

শুভ/রহমান

তথ্য ও ছবি: চায়ান ডেইলি।