বিশ্বের ৪১টি দেশে চীনা বই প্রদর্শনী শুরু
2024-02-17 19:21:59

ফেব্রুয়ারি ১৭, সিএমজি বাংলা ডেস্ক: ‘রিডিং চায়না’ থিমে বিশ্বের ৪১টি দেশে চীনা বই প্রদর্শনী শুরু হয়েছে। বসন্ত উৎসব উপলক্ষে সম্প্রতি বিদেশে চীনা বইয়ের দোকানগুলোতে এ যৌথ প্রদর্শনীটির আয়োজন করা হয়।  

চায়না ন্যাশনাল পাবলিকেশন্স ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট (গ্রুপ) কর্পোরেশন এবং চায়না ইন্টারন্যাশনাল বুক ট্রেডিং কর্পোরেশন (সিআইবিটিসি) যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করেছে। 

চৌদ্দতম এই প্রদর্শনীতে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, মালয়েশিয়াসহ ৪১টি দেশ ও অঞ্চলের ১শ’টি বুকস্টোরে চীনা বই প্রদর্শিত হচ্ছে। 

আয়োজকদের মতে, চীনের শাসনব্যবস্থা নিয়ে রচিত প্রশংসিত উপন্যাস ও পাণ্ডিত্যপূর্ণ কাজগুলোর  নির্বাচিত বিশেষ সংকলন এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। তারা মনে করেন, বিচক্ষণ বিদেশি পাঠকদের পছন্দের তালিকায় স্থান করে নিতে যথাযথভাবে তৈরি করা হয়েছে এই সংকলগুলো। 

এ প্রদর্শনী বিদেশি চ্যানেলগুলোর সুবিধা এবং বিদেশে চীনা বুক শপগুলোর সাংস্কৃতিক গুরুত্বকে কাজে লাগাচ্ছে এবং এর মধ্য দিয়ে আকর্ষণীয় চীনা গল্প বর্ণনা এবং দেশটির বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

ঐশী/রহমান