গ্রেটার বে এরিয়ায় বর্ণাঢ্য উদযাপন
2024-02-16 16:40:01

ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চল জুড়ে বসন্ত উৎসবের বর্ণাঢ্য উদযাপন হয়েছে। অনেক পর্যটক এই গ্রেটার বে এরিয়া ভ্রমণ করেছেন। ঐতিহ্যবাহী সিংহ নাচ, ড্রাগন নাচ দেখে  ছুটি উপভোগ করেছেন পর্যটকরা।

দক্ষিণের সিংহনাচের রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। জমজমাট ড্রাম বাজনা, ক্যান্টনিজ সিংহ নাচ আর উৎসবের বর্ণাঢ্য সাজসজ্জা, লণ্ঠন সব মিলিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা মুগ্ধ হয়েছেন। সম্প্রতি হংকং-চুহাই-ম্যাকাও সেতুর উদ্বোধনের পর এই এলাকায় পর্যটন শিল্প চাঙা হয়েছে।

এই এলাকায় আয়োজন করা হয়েছে মেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও অন্যান্য ইভেন্ট।

শনিবার থেকে বুধবার পর্যন্ত, ৬ লক্ষ  ৪৫ হাজার যাত্রী  এবং ৮৮ হাজার যানবাহন হংকং-চুহাই-ম্যাকাও সেতুর চুহাই সীমান্ত পয়েন্টের মধ্য দিয়ে উভয় পথে চলাচল করেছে  যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৫২১ এবং ২৫১ শতাংশ বেড়েছে।

শান্তা/ফয়সল