বাংলাদেশে ব্যস্ত সময়ে ৮ মিনিট পর পর ছাড়বে মেট্রোরেল
2024-02-16 16:41:42

ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে শনিবার থেকে ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট পর পর ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সেই হিসাবে প্রতিদিন ট্রিপের সংখ্যা ১৫২ থেকে বেড়ে ১৭৮টি হবে।

বর্তমানে ব্যস্ত সময়ে ১০ মিনিট পর পর এবং কম ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর ট্রেন চলাচল করে। নতুন সময়সূচি কেবল ব্যস্ত সময়ের জন্য প্রযোজ্য।

বৃহস্পতিবার দুপুরে মেট্রোরেল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, আগে প্রতিদিন ট্রেনের ট্রিপের সংখ্যা ছিল ১৫২টি, এখন তা বেড়ে দাঁড়াবে ১৭৮টিতে।

মেট্রোরেলের হেডওয়ে বা দুটি ট্রেন ছাড়ার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। নতুন সময় অনুযায়ী শনিবার থেকে মেট্রোরেল চলাচল করবে বলে জানান তিনি।

সিদ্দিক বলেন, বর্তমানে মেট্রো ট্রেনগুলো প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী বহন করছে।

নাহার/শান্তা