গ্লোবাল গভর্নেন্সকে এগিয়ে নিতে নিরপেক্ষতা গ্রুপের সদস্যদের প্রতি চীনের আহ্বান
2024-02-16 16:37:59

ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নয়নকে আরও ন্যায্য ও ন্যায়সঙ্গত দিকে এগিয়ে নেয়ার জন্য চীনের শীর্ষ আইন প্রণেতা চাও লেচি বৃহস্পতিবার ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব নিউট্রালিটি’ বা নিরপেক্ষতার বন্ধু দলের সদস্য দেশগুলোর প্রতি  আহ্বান জানিয়েছেন।

ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও তুর্কমেনিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির (মেজলিস) চেয়ারপারসন দুনিয়াগোজেল গুলমানোয়ার আমন্ত্রণে ভিডিওর মাধ্যমে নিরপেক্ষতার বন্ধু দলের সদস্যদেশগুলোর সংসদীয় নেতাদের ভার্চুয়াল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন।

 চাও বলেন, তিন বছরেরও বেশি আগে প্রতিষ্ঠার পর থেকে, গ্রুপ অব ফ্রেন্ডস অব নিউট্রালিটি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছে এবং বহুপাক্ষিকতা অনুশীলন এবং সকলের জন্য জয়সূচক সহযোগিতার প্রচারের একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

জাতিসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্থায়ীভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে তুর্কমেনিস্তানের গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকাকে স্বাগত জানিয়ে চাও বলেন, চীন নিজের প্রস্তাবিত  বিশ্বব্যাপী  উদ্যোগ এবং  মানবজাতির অভিন্ন ভবিষ্যত গড়ে তোলার জন্য  গ্রুপের সদস্যদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

চাও সকল পক্ষকে জাতিসংঘের সাথে আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক ব্যবস্থাকে দৃঢ়ভাবে সমুন্নত রাখতে, প্রকৃত বহুপাক্ষিকতা চর্চা করতে এবং আন্তর্জাতিক বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর বাড়াতে আহ্বান জানিয়েছেন।

 

চীন ও তুর্কমেনিস্তান ভালো বন্ধু, অংশীদার এবং ভাই বলে উল্লেখ করে চাও বলেন, ৩২ বছর আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত উন্নত হয়েছে।

 

তুর্কমেনিস্তানের উদ্যোগে ২০২০ সালের আগস্ট মাসে নিরপেক্ষতার বন্ধুদের গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল। চীন ১৮টি প্রতিষ্ঠাতা জাতির অন্যতম।

শান্তা/ফয়সল

তথ্য: সিনহুয়া