ভবিষ্যতের গাড়িশিল্পে চালকের আসনে চীন: জার্মান বিশেষজ্ঞ
2024-02-16 16:45:08

ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের গাড়ি শিল্পে চালকের আসনে আছে চীন। বিশেষ করে স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে বিশ্বকে পথ দেখাচ্ছে চীনের নতুন জ্বালানি সংক্রান্ত আবিষ্কার। এ খাতে বেশ কিছু উদ্ভাবনী কোম্পানির আঁতুড়ঘর হিসেবে কাজ করছে চীন। জার্মানির বোচুম শহরের সিএআর সেন্টার ফর অটোমোটিভ রিসার্চের পরিচালক ফার্দিনান্দ ডুডেনহোফার বলেছেন এ সব কথা।

সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে (সিজিটিএন) দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডুডেনহোফার বলেন, সুবিশাল অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি চীনের এখন যে নেতৃত্ব দেওয়ার মতো উদ্ভাবন রয়েছে, তাতে আগামীতে বিশ্বের গাড়ির বাজারে সবচেয়ে এগিয়ে থাকবে দেশটি।

তিনি আরও বলেন, ২০২৩ সালে গাড়ি রপ্তানি চীন যেভাবে জাপানকে ছাড়িয়ে গেছে তাতে প্রমাণ হয়, বৈশ্বিক গাড়ির বাজার একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। গ্রাহকরা যেখানে ক্রমে জীবাশ্ম-জ্বালানির গাড়ি থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে বিশ্বব্যাপী নতুন জ্বালানির গাড়ির উৎপাদন ও বিক্রির ৬০ শতাংশই করছে চীন।

গাড়ির বাজারে ব্যাটারি, নতুন জ্বালানি ও সফটওয়্যার খাতে চীন এগিয়ে আছে বলে জানান ডুডেনহোফার। তিনি বলেন, ব্যাটারি প্রযুক্তির পেটেন্টেও চীন এগিয়ে। বিশ্বব্যাপী পাওয়ার ব্যাটারির যাবতীয় পেটেন্টের ৭৪ শতাংশই এখন চীনের হাতে।

চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স-এর তথ্যে দেখা গেছে গতবছর চীনের গাড়ি রপ্তানি ২০২২ সালের চেয়ে প্রায় ৫৮ শতাংশ বেড়ে ৪৯ লাখ ১০ হাজার গাড়ি বিক্রির সর্বোচ্চে পৌঁছেছে। ২০২২ সালে চীন রপ্তানি করেছিল ৩০ লাখ ও তার আগের বছর ২০ লাখেরও বেশি গাড়ি।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।