চীনে উভচর বিমানের পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন
2024-02-15 18:39:39

ফেব্রুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি কয়েকটি উদ্ধারকারী উড়োজাহাজের পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন হয়েছে। এতে করে উড়োজাহাজগুলোর বাণিজ্যিকীকরণ প্রক্রিয়া এগিয়ে গেল আরেক ধাপ।

উত্তর চীনের অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হুলুন বুইর শহরের হাইলার জেলায় পরীক্ষামূলকভাবে উড়েছে চীনের বৃহত্তম উভচর বিমান এজি ৬০০ এম। এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়নার তৈরি উড়োজাহাজগুলোর পরীক্ষা সম্পন্ন হয়েছে বেশ কম তাপমাত্রার পরিবেশে।

বাজারে যাওয়ার আগে এ ধরনের উড়োজাহাজকে টানা কয়েকটি পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। জানুয়ারির শেষের দিকে একটি টেস্ট ফ্লাইট টিম এসেছিল হাইলারে। ১০ দিনে উড়োজাহাজগুলোর তিনটি গুরুত্বপূর্ণ অংশের পরীক্ষা সম্পন্ন করেছে তারা।

চীনে আরও কিছু ঘরোয়া উড়োজাহাজের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ১৩ টন ওজনের ঘরোয়া সিভিল হেলিকপ্টারের পরীক্ষা সম্পন্ন হয়েছে হেইলংচিয়াংয়ে। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে পরীক্ষামূলকভাবে উড়েছে এমএ-৬০ মডেলের একটি অগ্নিনির্বাপক উড়োজাহাজ।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।