টানা ৮ বছর জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার চীন
2024-02-15 18:44:04

ফেব্রুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: টানা ৮ বছর ধরে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে আছে চীন। জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর ডেসটাটিস বুধবার এ তথ্য জানিয়েছে।

জার্মানির পরিসংখ্যান বিভাগের তথ্যে দেখা গেছে, ২০২৩ সালে জার্মানি এবং চীনের মধ্যে প্রায় ২৫ হাজার ৩১০ কোটি ইউরোর পণ্য লেনদেন হয়েছে।

ডেসটাটিস তাদের প্রতিবেদনে লিখেছে, ২০১৫ সাল থেকে জার্মানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সরবরাহকারী হিসেবেও আছে চীন।

চীন থেকে জার্মানির সবচেয়ে বেশি আমদানি করা পণ্যের মধ্যে আছে টেলিযোগাযোগ সরঞ্জাম, প্রক্রিয়াকরণ মেশিন, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও গাড়ি।

চীনের সঙ্গে জার্মানি তাদের অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিও অব্যাহত রেখেছে। বুধবার জার্মান ইকোনমিক ইনস্টিটিউটের প্রকাশিত তথ্যে দেখা যায়, জার্মানি থেকে চীনে সরাসরি বিনিয়োগ ৪ শতাংশেরও বেশি বেড়ে রেকর্ড এক হাজার ১৯০ কোটি ইউরো (১২৮০ কোটি ডলার) হয়েছে।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।