বসন্তের ছুটিতে হাইনানে বেড়েছে শুল্কমুক্ত কেনাকাটা
2024-02-15 17:09:53

ফেব্রুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসবে চাঙ্গা হয়ে উঠেছে সমগ্র চীনের অর্থনীতি। যার স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে দক্ষিণ চীনের দ্বীপ প্রদেশ হাইনানে। এবারের বসন্ত উৎসবের ছুটির প্রথম তিন দিনে প্রদেশটিতে শুল্কমুক্ত অঞ্চলে কেনাকাটা হয়েছে ৮৮ কোটি ইউয়ানেরও বেশি (প্রায় ১২ কোটি ২৬ লাখ ডলার)। প্রদেশের হাইকু কাস্টমস কর্তৃপক্ষ জানাল এ তথ্য।

 

কাস্টমসের তথ্যানুসারে, এ কদিনে হাইনানে শুল্কমুক্ত পণ্যের ক্রেতা ছিল ১ লাখ ১৬ হাজার ৯০০ জন। গড়ে প্রতিদিন মাথাপিছু বিক্রি ছিল সাড়ে সাত হাজার ইউয়ানেরও বেশি।

 

চীনে বসন্ত উত্সবের ছুটি চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় চীনারা পারিবারিক পুনর্মিলনির জন্য যার যার গ্রাম ও শহরে ফিরে আসে। এরপর তারা ঘুরতেও বের হয়। আর উষ্ণ আবহাওয়া পেতে হাইনান একটি জনপ্রিয় গন্তব্য। ছুটির সময় প্রদেশটির শুল্কমুক্ত দোকানপাটে কেনাকাটা বাড়াতে প্রচারণামূলক কার্যক্রমও নেওয়া হয়।

 

মুক্তবাণিজ্য বন্দরের উন্নয়ন ও শুল্কমুক্ত কেনাকাটার অভিজ্ঞতাকে উন্নত করতে হাইনান নেওয়া হয়েছে কিছু কৌশল।

 

গ্রাহকরা এখানে পণ্যগুলো নির্দিষ্ট এলাকায়—যেমন, বিমানবন্দর বা রেলওয়ে স্টেশনে নিয়ে যেতে পারে। স্থানীয়রা চাইলে এখান থেকে বাড়িতে পণ্য পাঠাতে বা গ্রহণ করতে পারে। আরও চালু আছে 'গ্যারান্টিড পিক-আপ' ও 'বাই অ্যান্ড পিক-আপ' পদ্ধতি। এ ছাড়া, এখানকার কাস্টমস কর্তৃপক্ষ ২৪  ঘণ্টা শুল্কমুক্ত কেনাকাটার তত্ত্বাবধানও করছে।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিসিটিভি।