ফুচৌ-মালে সরাসরি ফ্লাইট চালু
2024-02-15 17:11:17

ফেব্রুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহর থেকে মালদ্বীপের মালে পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হয়েছে।

পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন এয়ারের ফ্লাইট এমএফ ৮৭৭-এর একটি প্রথম যাত্রীবাহী জেট ফুচৌ থেকে বুধবার মালদ্বীপের মালেতে পৌঁছায়।

সরাসরি ফ্লাইট চালুর আগে, ফুচৌ থেকে যাত্রীদের মালদ্বীপে যেতে সাংহাই বা দক্ষিণ চীনের কুয়াংচৌতে ট্রানজিট নিতে হতো। এতে যাত্রাপথে ৪-৫ ঘণ্টা সময় বেশি লাগতো।

দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ফুচিয়ান ও মালদ্বীপের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং সাংস্কৃতিক ও পর্যটন বিনিময় আরও এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।