বসন্ত উৎসবে ভোগ্যপণ্যের বিক্রি বেড়েছে চীনে: বাণিজ্য মন্ত্রণালয়
2024-02-15 18:42:07

ফেব্রুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: চলমান বসন্ত উৎসবের ছুটিতে পণ্য ও পরিষেবার বাণিজ্যে নতুন এক জোয়ার দেখেছে চীন। অর্গানিক খাবার থেকে শুরু করে স্বর্ণের গহনার বাজারও ছিল রমরমা। চীনে এসব পণ্যের বিক্রি বেড়েছে গতবছরের চেয়ে ১০ শতাংশ বেশি। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার থেকে শুরু হওয়া চীনের চান্দ্র নববর্ষের আট দিনের ছুটিতে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে বাসস্থান সংক্রান্ত বাণিজ্যের আয় বেড়েছে ৬০ শতাংশেরও বেশি। উত্তর-পূর্বের হারবিন শহরের আশেপাশের গ্রামীণ হোটেলগুলোতেও গ্রাহক বেড়েছে স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ।

চীনের ১০০টি বড় বাজারে খাবারের পর্যাপ্ত মজুত আছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

-ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি।