লোহিত সাগরে উত্তেজনা কমাতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি চীনের আহ্বান
2024-02-15 17:05:58

ফেব্রুয়ারি ১৫, সিএমজি বাংলা ডেস্ক: লোহিত সাগরে উত্তেজনা কমাতে কার্যকর ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন।

ইয়েমেনের পরিস্থিতি নিয়ে বুধবার জাতিসংঘে এক বৈঠকে চাং এই আহ্বান জানান। তিনি বেসামরিক জাহাজের চলাচলে বিঘ্ন বন্ধ করার জন্য হুথিদের প্রতি চীনের আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং জোর দিয়ে বলেন যে লোহিত সাগরে উত্তেজনা সৃষ্টির জন্য কোনও দেশ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর ভুল ব্যাখ্যা বা অপব্যবহার করবে না।

চাং বলেন, সাম্প্রতিক লোহিত সাগরে উত্তেজনা বৃদ্ধি, বিশেষ করে ইয়েমেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক পদক্ষেপ লোহিত সাগরের জলসীমায় নিরাপত্তা ঝুঁকিকে তীব্র করেছে এবং ইয়েমেনের রাজনৈতিক প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে।

এই সংকটময় মুহূর্তে, চীন আশা করে যে ইয়েমেনের সকল দল জনগণের স্বার্থকে প্রথমে রাখবে, সংকল্প প্রদর্শন করবে, হস্তক্ষেপ দূর করবে, রাজনৈতিক প্রক্রিয়াকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে এবং চূড়ান্ত ফলাফল অর্জন করবে।

চাং বলেন, ইয়েমেন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের দেশগুলোর একটি। বর্তমানে জনগণের জরুরী খাদ্য, পানীয় জল, চিকিৎসা সেবা এবং অন্যান্য মৌলিক চাহিদা রয়েছে। চীন ইয়েমেনের ভঙ্গুর মানবিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনে মানবিক অবস্থা ও উন্নয়নে অবদান বাড়াতে এবং সেখানকার মানবিক পরিস্থিতির উন্নতিতে আন্তরিকভাবে সাহায্য করার আহ্বান জানিয়েছে।

শান্তা/ফয়সল