নবায়নযোগ্য শক্তিতে চীনের ভূমিকা অবিশ্বাস্য: আইআরইএনএ
2024-02-14 15:53:08

ফেব্রুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (আইআরইএনএ) উপ পরিচালক গৌরী সিং বলেছেন, নবায়নযোগ্য শক্তির দিকে বিশ্বের পরিবর্তনে চীন অগ্রণী ভূমিকা পালন করছে। সোমবার দুবাইতে বিশ্ব গভর্নমেন্ট সম্মেলনের ফাঁকে এ কথা বলেন তিনি। ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া সম্মেলনটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

চীনা জনগণকে চান্দ্র নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গৌরি বলেন, ‘নবায়নযোগ্য শক্তিতে চীন বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তিনি বলেন, ‘ড্রাগনবর্ষ সাহস, প্রাণশক্তি এবং উচ্চাকাঙ্ক্ষার চেতনাকে মূর্ত করে। আমরা আমাদের সবার পাশাপাশি এ গ্রহের ভবিষ্যতকে কীভাবে দেখতে চাই তা নিয়ে সকলকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে।’

১৬৯টি দেশ নিয়ে আইআরইএনএ বিশ্বকে ক্রমশ নবায়নযোগ্য শক্তিতে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে।

গত বছরের মার্চে আইআরইএনএ প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে ২০২২ সালে বিশ্বের মোট নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বৃদ্ধির পেছনের চীনের ভূমিকা ছিল প্রায় ৪৮ শতাংশ।

ওই বছর বিশ্বের নতুন জলবিদ্যুৎ কেন্দ্রের দুই-তৃতীয়াংশই ছিল চীনে। একইসঙ্গে নতুন সৌরশক্তির ৪৫ শতাংশ, বায়ুকলের অর্ধেক এবং নতুন জৈবজ্বালানির ৫৭ শতাংশই চীনে স্থাপন করা হয়েছে।

সিং বলেন, ‘চীনের ভালো লাগার মতো ব্যাপারটা হলো তারা সিদ্ধান্ত নেয় ও কাজটা সম্পন্ন করে।’

তিনি বলেন, নতুন জ্বালানির ব্যবস্থায় সংস্কারে অনেক উন্নয়নশীল দেশকে সমর্থন করতে চীন যে ভূমিকা পালন করছে তা অবিশ্বাস্য।’

সংযুক্ত আরব আমিরাতে ১২-১৪ ফেব্রুয়ারি হয়েছে বিশ্ব গভর্নমেন্ট সামিট।

শীর্ষ সম্মেলনটির ১১তম আসরে অংশ নিয়েছেন রাষ্ট্রীয় সংস্থা ও বেসরকারি খাতের উদ্যোক্তা মিলিয়ে মোট ৪ হাজারেরও বেশি প্রতিনিধি।

ফয়সল/শান্তা

তথ্য: সিজিটিএন, ছবি: সিসিটিভি