হংকং-চুহাই-ম্যাকাও সেতুতে যাত্রীর রেকর্ড
2024-02-14 18:21:39

ফেব্রুয়ারি ১৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চান্দ্র নববর্ষের তৃতীয় দিন সোমবারে এক লাখ ৩০ হাজারেরও বেশি যাত্রী পারপার হয়েছে হংকং-চুহাই-ম্যাকাও সেতুতে। সেতুটিতে একদিনে সর্বোচ্চ যাত্রী পারাপারের রেকর্ড এটি। সরকারি এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

 

এর আগের রেকর্ডটি হয়েছিল গত বছরের মধ্য শরৎ উৎসবে। সেবার একদিনে চুহাই সেতুতে পারাপার হয়েছিল ১ লাখ ১৫ হাজার যাত্রী।

 

শনিবার থেকে সোমবার পর্যন্ত এই অভ্যন্তরীণ ও বহির্মুখী বন্দর ব্যবহার করেছে তিন লাখেরও বেশি মানুষ। গত বছরের বসন্ত উৎসবের চেয়ে যা ৫ গুণেরও বেশি।

 

৫৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, কুয়াংতোং প্রদেশের চুহাই এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলকে সংযুক্ত করেছে। এটি কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের জন্য প্রচুর অর্থনৈতিক সুযোগও এসেছে।

 

ফয়সল/শান্তা

 

তথ্য: সিনহুয়া, ছবি: সিসিটিভি।