আজ বসন্ত-ভালোবাসায় মুখর বাংলাদেশ
2024-02-14 18:35:47

ফেব্রুয়ারি ১৪, সিএমজি বাংলা: বাংলাদেশে আজ থেকে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। বনে ডাকছে কোকিল। শাখে শাখে ফুটেছে শিমুল, পলাশ, গাঁদা, রঙ্গনসহ শত শত ফুল।

ভোর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় শুরু হয় বসন্ত উৎসব। গানে গানে ফাগুনকে বরণ করে নেন সংস্কৃতিপ্রেমীরা। এদিকে বাসন্তি সাজে তরুণ-তরুণীরা আজ উদযাপন করেছে ভালোবাসা দিবসও।

২০২০ সালে পঞ্জিকা সংস্কারের পর বাংলাদেশে একই দিনে উদযাপিত হচ্ছে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ফুল হাতে নানা রঙে নিজেদের রাঙিয়ে তরুণ-তরুণীরা আজ বইমেলাসহ ঘুরে বেড়িয়েছে বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ধানমন্ডি লেকে।

২৬ বছর আগে বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে বাংলাদেশে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপনের রীতি চালু করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। বসন্তের নাচ, গান ও কবিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সকালের অনুষ্ঠান শেষ হয় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে। শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় ফিরে আসে। বিকাল ও সন্ধ্যায় রয়েছে নানা পরিবেশনা।

শিল্পকলা একাডেমির বসন্ত উৎসবের আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে বিকালে। রমনার শতায়ু অঙ্গণে চলবে এই আয়োজন। পরে একটি শোভাযাত্রা নিয়ে শিল্পীরা যাবেন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।

এ ছাড়া ছায়ানটে রয়েছে অনুষ্ঠান, মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে মঞ্চনাটক।

ফয়সল/শান্তা

ছবি: সিএমজি বাংলা।