চীনে নববর্ষের বর্ণাঢ্য উদযাপন
2024-02-13 16:39:37

ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে নানা রকম ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বসন্ত উৎসব। ২৪ ফেব্রুয়ারি লণ্ঠন উৎসব দিয়ে সমাপ্ত হবে পক্ষকালব্যাপী বসন্ত উৎসবের উদযাপন। সিংহ নাচ, ড্রাগন নাচ, অপেরা ইত্যাদি যেমন চলছে তেমনি বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে ছুটি উদযাপন করছেন চীনের মানুষ। এ সময় গ্রেটওয়ালেও ঘুরতে যাচ্ছেন অনেকে। অনেক জায়গায় চলছে মন্দিরমেলা। এসব মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী কারুপণ্য ও লোকজ খাদ্য সামগ্রী।

শান্তা/রহমান