বসন্ত উৎসবে রাতের অর্থনীতিও চাঙ্গা
2024-02-13 19:16:37

ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: আট দিনের বসন্ত উৎসবের ছুটিতে দর্শনার্থীদের পর্যটন অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি চীনের অনেক অঞ্চলে চাঙ্গা হয়েছে রাতের অর্থনীতি। আতশবাজি ও ড্রোন শোর হাত ধরে চলছে দর্শক সমাগম ও কেনাবেচা। জীবন্ত হয়ে উঠেছে চীনের রাতের শহরগুলো। ইউননান প্রদেশের সিশুয়াংবান্না  তাইজাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসিত প্রিফেকচারে, বসন্তের সময় পর্যটকদের আনন্দ দিতে রাতভর একনাগাড়ে চলছে আতশবাজি প্রদর্শন, কুচকাওয়াজ ও লণ্ঠন নৃত্য।

 

মধ্য চীনের হ্যনান প্রদেশের চিয়াওচুও শহরে স্থানীয়রা ড্রাগন নৃত্য পরিবেশন করছে। সঙ্গে ছিল সাংস্কৃতিক ঐতিহ্য, ‘ড্রাগন ও ফিনিক্স হারমনি’ এবং ‘ফিনিক্সের প্রতি শ্রদ্ধা’র মতো আকর্ষণীয় কিছু আয়োজন।

দক্ষিণ-পশ্চিম চীনের চংছিং মিউনিসিপ্যালিটির ইউনিয়াং কাউন্টিতে দেখা গেছে ৩০০ মিটার লম্বা ড্রাগন। সেই সঙ্গে গলিত লোহার আতশবাজি এবং আগুনে ড্রাগনের নাচে ফুটে উঠেছে লোক সংস্কৃতির পারফরম্যান্স।

 

কুয়াংচি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বেহাই শহরের গার্ডেন এক্সপো পার্কে ৮০০টি ড্রোন ব্যবহার করে তুলে ধরা হয়েছে ভাসমান ড্রাগন, ফিনিক্স ও তিমি।

 

সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রযুক্তিগত উদ্ভাবনের এই জমকালো প্রদর্শনী চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

ফয়সল/শান্তা