ইউক্রেন সংঘাত নিরসনে মিনস্ক চুক্তিতে আলোকপাতের আহ্বান চীনের
2024-02-13 18:07:21

ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: নতুন মিনস্ক চুক্তি বাস্তবায়ন ব্যর্থ হওয়ার পর ইউক্রেনের পরিস্থিতির দিকে নজর দিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। সংলাপ ও আলোচনায় সংকটের নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

 

 সোমবার পূর্ব ইউক্রেনের সংঘাত সমাধানের লক্ষ্যে মিনস্ক চুক্তি বাস্তবায়ন সম্পর্কে ব্রিফিংয়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠক করেছে।

 

চাং বলেন, ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান স্পষ্ট। সকল দেশ তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার অধিকার রাখে। জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো পালন করা উচিত। নিরাপত্তা নিয়ে যে কোনও দেশের উদ্বেগগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

 

চাং উল্লেখ করেছেন, নতুন মিনস্ক চুক্তিটি পূর্ব ইউক্রেনের সমস্যা সমাধানের জন্য একটি মৌলিক রাজনৈতিক দলিল হিসেবে সর্বজনস্বীকৃত। সংশ্লিষ্ট সকল পক্ষের দ্বারা এই চুক্তি ব্যাপক ও কার্যকরভাবে প্রয়োগ করা উচিত বলেও জানান তিনি।

 

চাং উল্লেখ করেন, দুঃখজনকভাবে ওই চুক্তির বেশিরভাগ বিধান এখনও বাস্তবায়িত হয়নি। রাশিয়া-ইউক্রেনের অমীমাংসিত দ্বন্দ্বের রেশ শোচনীয় পর্যায়ে গেছে এবং সমস্ত পক্ষের উচিত এখন বিষয়টিতে নজর দেওয়া।

 

চাং বলেন, শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে ইতিবাচক সাড়া দিতে, যোগাযোগ জোরদার এবং ঐকমত্য গড়ে তুলতে দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে চীন।

 

তিনি উল্লেখ করেন, কিছু দেশকে অবিলম্বে আগুনে ঘি ঢালা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক প্রচেষ্টায় বাধা দেওয়া বন্ধ করতে হবে।

 

ন্যাটোকে ভুল ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে চাং বলেন, বলপ্রয়োগের কল্পকাহিনি থেকে ন্যাটোকে বেরিয়ে এসে অতিরঞ্জিত হুমকি ও যুদ্ধের হাঁকডাক বন্ধ করতে হবে।

 

-ফয়সল/শান্তা