বসন্ত উৎসব উদযাপনে সিজিটিএনে হানফু শো
2024-02-13 16:55:34

ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বসন্ত উৎসব উপলক্ষ্যে ‘নি ছাং’ নামের একটি বিশেষ হানফু শো সম্প্রচার করেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন। প্রাচীনকালে হান জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক পরে এই বিশেষ হানফু শো উপস্থাপন করা হয়। 

চীনা ঐতিহ্যবাহী পোশাক হানফু। এর আছে ৫ হাজার বছরের ইতিহাস। পুরনো এ ঐতিহ্যের ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর লোকসংগীত এবং মার্জিত নৃত্যের মাধ্যমে চীনা সভ্যতার অনন্য সব আকর্ষণ পরিবেশ করে।

এতে সিজিটিএন-এর ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, আরবি ও রাশিয়ান চ্যানেলের হোস্টরা পাঁচটি ভাষায় উৎসবের শুভেচ্ছাবার্তা পাঠান। যা চীনা নববর্ষ উদযাপনে বাড়িয়ে দেয় আনন্দের মাত্রা।

ঐশী/ফয়সল