চীনের দক্ষিণে তেল উৎপাদনে সেরা সিচিয়াং
2024-02-13 16:53:31

ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীন সাগরের সিচিয়াংয়ের তেলক্ষেত্রগুলোই এখন চীনের দক্ষিণাঞ্চলের সবচেয়ে উৎপাদনশীল তেলক্ষেত্র। সম্প্রতি এর পরিচালনাকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি) জানিয়েছে, তেলক্ষেত্রগুলো থেকে ১০ কোটি ঘনমিটারের বেশি অপরিশোধিত তেল উৎপাদিত হয়েছে।

পার্ল নদীর মোহনা অববাহিকায় অবস্থিত সিচিয়াং তেলক্ষেত্রগুলোয় এখন ৩ কোটি ঘনমিটারেরও বেশি রিজার্ভ আছে।

চীনে আবিষ্কৃত প্রথম দিকের উপকূলীয় তেলক্ষেত্রগুলোর মধ্যে সিচিয়াংয়ের তেলক্ষেত্রগুলোও আছে। টানা ২৮ বছর ধরে এখানে বার্ষিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল ২০ লাখ ঘনমিটারের বেশি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি