চীনের শিল্প প্রতিষ্ঠান ২০২৩ সালে স্থিতিশীলভাবে ঘুরে দাঁড়িয়েছে
2024-02-12 16:20:16

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শিল্প প্রতিষ্ঠানগুলো ২০২৩ সালে স্থিতিশীল ভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের সম্মিলিত রাজস্ব টানা পঞ্চম মাসে বৃদ্ধি পেয়েছে।

সরকারী তথ্যে সম্প্রতি এ কথা জানা গেছে।

ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (এনবিএস) জানায়, গত বছর, কমপক্ষে ২০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২.৮২মিলিয়ন ইউএস ডলার) বার্ষিক প্রধান ব্যবসায়িক রাজস্বসহ বড় শিল্প সংস্থাগুলোর রাজস্ব ২০২২ সালের তুলনায় ১.১ শতাংশ বেড়েছে।

এনবিএস পরিসংখ্যানবিদ ইউ ওয়েনিং বলেন, শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের প্রবণতা বজায় রেখেছিল এবং দৃঢ় স্থিতিস্থাপকতা দেখিয়েছিল, তাদের মুনাফা ক্রমাগত পুনরুদ্ধারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

শান্তা/রহমান