হংকংয়ের আকাশে আতশবাজির মজা
2024-02-12 16:11:47

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের আকাশে রোববার রাতে আতশবাজির দারুণ এক প্রদর্শনী হয়। চীনা চান্দ্র নববর্ষের দ্বিতীয় দিনে এই আতশবাজির প্রদর্শনী হয় হংকংয়ের ভিক্টোরিয়া হারবার এলাকায়। ২৩ মিনিট ধরে চলা এই প্রদর্শনীতে আটটি দৃশ্য তুলে ধরা হয়। ২৩ হাজার ৮৮৮টি পাইরোটেকনিক শেল ব্যবহার করা হয়।

ড্রাগনবর্ষকে স্বাগত জানাতে এই আতশবাজির আয়োজন করা হয়। করোনা মহামারীর পর এবারের আয়োজন ছিল দারুণ জমজমাট। হংকংয়ের বাসিন্দা হো পুই-লাম জানান তিনি আতশবাজি দেখে খুব আনন্দিত। তিনি দেশের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

চায়নিজ পিপলস’স পলিটিকাল কনসালটেটিভ কনফারেন্সের হংকং শাখার চেয়ারম্যান সো ছিউং-উইং বলেন ‘আজকের আতশবাজি হংকং বাসিন্দাদের আনন্দময় মনোভাবের কথা প্রকাশ করে। এটি উড়ন্ত ড্রাগন এবং অগ্রসর বাঘের শক্তির প্রতীক।’

হংকং ভয়েলটিয়ারস ফেডারেশনের চেয়ারম্যান টাম কাম-কাউ বলেন, ‘ড্রাগন হলো শক্তি ও মঙ্গলের প্রতীক ।’

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের বাসিন্দাদের আনন্দমুখর পরিবেশে এই আতশবাজি উপভোগ করতে দেখা যায়।

শান্তা/রহমান