কলাম্বিয়ার বৃহত্তম চকলেট বাজার চীন
2024-02-12 16:15:52

ফেব্রুয়ারি ১২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশাল বাজারে চকলেট বিক্রি করে ব্যাপক মুনাফা অর্জন করছেন কলাম্বিয়ার ব্যবসায়ীরা। এ ধরনের ব্যবসায়ীদের আরও সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের ব্যবসাকে প্রসারিত করতেও সহায়তা করছে চীনা ই-কমার্স প্ল্যাটফর্মগুলো।

এর মাধ্যমে আরও শক্তিশালী হচ্ছে চীন-কলাম্বিয়া বন্ধুত্ব। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে আন্তঃসীমান্ত বাণিজ্য।

গত বছর কলম্বিয়া ভিত্তিক চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘লোক ফুডস কোম্পানির’ প্রতিষ্ঠাতা মারিয়া অ্যাঙ্গুলো প্রথমবারের মতো চীন সফর করেন। তিনি দীর্ঘ ৪৫দিন চীনে অবস্থান করে চীনের বিভিন্ন শহর পরিদর্শন করেছেন, স্থানীয় বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ খাবার খেয়েছেন এবং নভেম্বরের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ষষ্ঠ চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে’ তার কোম্পানির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, “আমি ২০২৩ সালে প্রথমবারের মতো চীন ভ্রমণের পর দেশটির প্রেমে পড়েছিলাম। আমি অভিভূত ও আনন্দিত এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখে মুগ্ধ হয়েছিলাম। আপনি দিন কিংবা রাতের যেকোনও সময় হাঁটতে বা বের হতে পারবেন।”

দশ বছরেরও বেশি সময় ধরে চকলেট উৎপাদন ও বিক্রির সঙ্গে যুক্ত মারিয়া অ্যাঙ্গুলোর চকলেট কোম্পানি। টানা ছয়বার চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে চকলেট প্রদর্শন করছে এ প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বিক্রি আরও বেড়ে যাওয়ায় কোম্পানিটি চীনে তার ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমানে এ চকলেট কোম্পানিটির বৃহত্তম রপ্তানি বাজার হয়ে উঠেছে চীন। বাজারের বিপুল চাহিদা পূরণে আরও বিভিন্ন ধরনের চকলেট জাতীয় পণ্য নিয়ে আসছে তারা।

চলতি বছর ২০২৩ সালের তুলনায় ৩০ শতাংশ বিক্রি বেশি হবে বলে আশাবাদী মারিয়া।

শুভ/শান্তা